
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ফের প্রবল ঝড়বৃষ্টির সতর্কবার্তা জারি করল আইএমডি। তারা মহারাষ্ট্রে হলুদ সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে মহারাষ্ট্রের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বৃহস্পতি, শুক্র এবং শনিবার চলবে এই ভারী বৃষ্টি। মহারাষ্ট্রের ধুলে, নান্দুরবার, জালগাও, নাসিক, ছত্রপতি শিবাজি নগর সহ বেশ কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তবে এখানেই শেষ নয়, মুম্বই, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং কলকাতার বিভিন্ন অংশেও বৃষ্টি হবে।
আগামী ৪ দিন ধরে থাকবে দুর্যোগের পরিবেশ। তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিম হিমালয় অংশে তুষারপাতের সঙ্গে থাকবে প্রবল বৃষ্টি। তাই শীতের সঙ্গে এবার বৃষ্টিকে সঙ্গে নিয়েই চলতে হবে। সোমবার এবং মঙ্গলবার দেশের বিভিন্ন অংশে বৃষ্টি হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা এবং হিমাচল প্রদেশের বিভিন্ন অংশে বৃষ্টি হয়েছে।
যদিও কাশ্মীরের বিভিন্ন অংশে বরফের জেরে প্রবল শীতের কামড় রয়েছে। আগামী ৪ দিন ধরে আবহাওয়ার এই খামখেয়ালীপনা চলবে। চলতি বছরের দ্বিতীয় পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। ফলে একদিকে যেখানে শীতের পরিবেশ থাকবে তেমনি তৈরি হবে বৃষ্টির দাপটও। হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পদুচেরিতে ২৮ ডিসে্ম্বর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
দেশের বেশ কয়েকটি জায়গায় তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে এই রাজ্যগুলিতে বৃষ্টি হবে। তবে এই বৃষ্টির জেরে এই রাজ্যগুলিতে শীতের আমেজ অনেকটাই কমে যাবে। ফলে বাড়বে তাপমাত্রা। তবে হিমাচল প্রদেশ থেকে শুরু করে কাশ্মীরের বিভিন্ন অংশে তুষারপাত চলবে। ফলে সেখানে তাপমাত্রা থাকবে হিমাঙ্কের অনেকটাই নিচে।
শ্রীনগরে বর্তমানে তাপমাত্রা রয়েছে ২.৮ ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি কম। এখানকার বিভিন্ন জলাধারগুলির জল জমে বরফ হয়ে গিয়েছে। ফলে ব্যহত হচ্ছে পানীয় জলের পরিষেবা। রাতের দিকে তাপমাত্রা আরও কম রয়েছে। ফলে সেখানকার বাসিন্দারা বাড়তি শীত অনুভব করছেন। রাজস্থানে হালকা কুয়াশার সঙ্গে চলছে শীতের দাপট।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও